শোরের শার্শার হরিশ্চন্দ্রপুর সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম (২৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে হরিশ্চন্দ্রপুর সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত শরিফুল ইসলাম শার্শা থানার গোগা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার ফুলমিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতকদেরকে আসামী করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply