সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর ও নান্দনিক হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে। এ জন্য বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন বড়-বড় ভবন ও ডেকারেশন বাবদ কোটি-কোটি টাকা বরাদ্ধ দিচ্ছেন। শিক্ষকদের বেতনভাতা ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করে দিচ্ছেন।
শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় সদরের বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ২০২০ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই কলেজটি অনেক অবহেলিত। কলেজটিকে সুন্দর ও নান্দনিক করে গড়ে তুলতে হবে। যতদ্রুত সম্ভব কলেজটিকে এমপিওভূক্ত করার ব্যবস্থা করতে উদ্যোগ গ্রহণ করা হবে। কলেজের উন্নয়নে কলেজ পরিচালনা কমিটির সদস্যদের আরো বেশি আন্তরিক হয়ে কলেজে সময় দিতে হবে।
কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. জাহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইনজামামুল হক ইনজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের দাতা সদস্য ইউপি সদস্য আলমগীর হোসেন, বিদ্যুৎসায়ী সদস্য আলী হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের প্রভাষক এবাদুল ইসলাম।
Leave a Reply