ব্রিটিশ বিজ্ঞানীদের আবিষ্কৃত করোনাভাইরাসে টিকা আগামী কয়েকমাসের মধ্যেই মানবদেহে পরীক্ষা করা হবে। তবে বাজারে আসতে আরো একবছর সময় লেগে যাবে।
যুক্তরাজ্যের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান নির্বাহী এবং সাবেক বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার মার্ক ওয়ালপোর্ট একথা বলেছেন।
তিনি বলেন, ‘খুব দ্রুত গতিতেই টিকা আবিষ্কারের কাজ চলছে। তবে মানুষের জন্য একে নিরাপদ করতে হলে একটু সময় লাগবেই। ফলে এখনই করোনা মহামারির এই রাউন্ডেই আমরা টিকা পাচ্ছি না। এরজন্য কয়েক মাস বা একবছরও লেগে যেতে পারে।’
করোনার টিকা আবিষ্কারে বিশ্বের অনেক দেশেই চেষ্টা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও চেষ্টা করে যাচ্ছেন। তারা এই প্রকল্পে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণের জন্য মোটা অঙ্কের টাকার পুরস্কারও ঘোষণা করেছেন।
গতকালই ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল জানিয়েছেন যে, কোভিড-১৯ বা করোনাভাইরাসের একটি ভ্যাকসিন (টিকা) তৈরি করেছেন তারা। বর্তমানে ভ্যাকসিনটি আরো উন্নত করার কাজ চলছে।
গবেষকরা জানিয়েছেন, তারা সফলভাবে ইঁদুরের ওপর ওই ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছেন।
ব্রিটিশ বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনটি জুনের মধ্যে মানবদেহে পরীক্ষার (ট্রায়াল) জন্য প্রস্তুত হতে পারে।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
Leave a Reply