শেখ হাসিনার উন্নয়ন-দর্শন বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪৬
টানা ষষ্ঠবার ফোর্বসের ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন-দর্শন বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।
বাংলাদেশ রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী আলোচিত হতে পেরেছে কেবলমাত্র শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বগুণের কারণে উল্লেখ করে তারা বলেন, “তাঁর (শেখ হাসিনা) অসাধারণ সাহস, উন্নয়ন-দর্শন, পরিবর্তনের স্বপ্নচারী হওয়ার মতো বৈশিষ্ট্য বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি শনিবার (২৮ সেপ্টেম্বর) এ আলোচনা সভার আয়োজন করে।

কমিটি’র কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠিত এই ঘরোয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সভাপতি জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, আর্ন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিনাত ইমতিয়াজ আলী, জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গোটা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে জাতির পিতার দূরদর্শী পরিকল্পনাসমূহকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সুযোগ্য বাস্তবায়নের ফলেই সম্ভব হয়েছে বাংলাদেশের উন্নয়ন।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শকে সামনে রেখে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে অগ্রগতি ও সমৃদ্ধিও নতুন উচ্চতায় নিয়ে গেছেন যিনি, তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সৃষ্টিকর্তার অশেষ রহমত হিসেবে আমরা তাঁকে আমাদের মাঝে পেয়েছি।’

ইমতিয়াজ আলী বাঙালির লিখিত ইতিহাসে নিরন্ন মানুষের উল্লেখ অনেক আছে জানিয়ে বলেন, বাঙালিকে ক্ষুধামুক্ত করার সংগ্রামে বিজয়ী করেছেন শেখ হাসিনা।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের চাকা যখন অন্ধকারের দিকে ধাবিত হয়েছিল, ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যার দেশে ফিরে এসে রাজনীতিতে নেতৃত্ব গ্রহণের মাধ্যমে তৈরি হয়েছিল নতুন প্রতিরোধ। সাধারণ মানুষের কাছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার একমাত্র কান্ডারী হিসেবে প্রতিভাত হলেন।
আলোচনা সভায় জাতীয় বাস্তবায়ন কমিটি’র কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর সংগ্রামমুখর জীবন ও আদর্শের নানা দিক নিয়ে আলোচনা করেন। সবশেষে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT