হিন্দু ধর্মালম্বী বিশেষ করে বাঙালী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূঁজা। আগামী ৪ঠা অক্টোবর মহা ধুমধামের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গোৎসব। ঐদিন মহাষষ্ঠী পূঁজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূঁজা। পূঁজারীরা দুর্গাদেবীর বোঁধন,আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোক,কাঁশি বাঁশি বাজিয়ে মন্ডপ গুলিতে পূঁজা শুরু করবে।
এবার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ১৩টি মন্ডপে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হবে। খাজরা বাজার, খাজরা দাশ পাড়া, খাজরা বারুই পাড়া, খাজরা ঘোষ পাড়া, খালিয়া, রাউতাড়া,পারিশামারি,পশ্চিম ফটিকখালী,উত্তর ফটিকখালী,গজুয়াকাটি,গদাইপুর,ঘুঘুমারি,তুয়ারডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির গুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ।
সরেজমিনে দেখা যায় প্রত্যেকটি মন্দিরের প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে রং আর সাজ সজ্জার কাজ।
আলোক সজ্জায় সজ্জিত করা হবে প্রতিটি মন্দির। মন্দির ভিত্তিক এলাকাগুলোতে আনন্দের হিমেল হাওয়া বইতে শুরু করেছে।
খাজরা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের ভাস্কর শুশান্ত জানান প্রতিমা তৈরীর কাজ শেষ করেছি। এখন রং তুলির কাজ বাকী আছে।
বাংলাদশে পূঁজা উদযাপন পরিষদের খাজরা ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল জানান প্রতি বছরের ন্যায় এবারও দর্শকদের মনোরঞ্জন ও আকর্শনের জন্য পূঁজা মন্ডপগুলিকে ভিন্ন আঙ্গিকে সাজানো হবে।
Leave a Reply