পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো কলারোয়ার তিন দিনব্যাপি কৃষি মেলা। মেলার সমাপনী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া উপজেলা মিলনায়তন চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ করতে হবে। পূর্বের তুলনায় স্বল্প খরচে চাষাবাদ করে অধিক ফসল পাওয়া যায় তার দিকে খেয়াল রাখতে হবে।
সভাপতির বক্তব্য কৃষিবিদ মহসীন আলী বলেন, এবছর মেলাটি দর্শকনন্দিত হয়েছে। মেলায় ২২ টি স্টলেই প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে স্বল্প খরচে চাষাবাদ করে কৃষকরা যাতে স্বাবলম্বী হতে পারে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে তার প্রদর্শনী চিত্র তুলে ধরা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার আক্তার সমবায় অফিসার নওশের আলী প্রমুখ।
উল্লেখ্য, ‘গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কৃষি মেলায় ২২ স্টল স্থান পায়। এসব স্টলসমূহ ঘুরে দেখা গেছে, বাড়ির আঙ্গিনাকে সুন্দর ও পরিচ্ছন্ন রেখে পতিত জমিতে স্বল্প খরচে চাষাবাদসহ ছাদের উপরে ফসল চাষ পদ্ধতি জৈব ও কীটনাশকের সঠিক ব্যবহার করে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের দিক-নির্দেশনার বিভিন্ন লিফলেট, ব্যানার ও ফেস্টুনে প্রদর্শনী চিত্রের মাধ্যমে কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের কলাকৌশল উপস্থাপন করা হয়েছে। মেলায় দর্শনার্থীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
Leave a Reply