সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের অর্থায়নে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘উৎসর্গ’র পক্ষ থেকে কাশিমাড়ী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে বাড়ী-বাড়ী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে চলমান কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের নির্দেশনায় বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক এই অভিযান চলমান।
এসময় জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মত বিনিময়, লিফলেট, মশারী ও কয়েল বিতরণ করা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ১২৬নং ঝাপালী প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও অসহায় গরিবদের মাঝে মশারী এবং মশা নিধন কয়েল বিতরণ করা হয়।
উৎসর্গ পরিবারের সভাপতি গাজী আব্দুর রউফ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উৎসর্গ নির্বাহী সদস্য- ডি এম আব্দুল্লাহ আল মামুন, ১২৬নং ঝাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, নির্বাহী সদস্য জামাল হোসেন, আবির হাসান রানা, আবু হাসান, মোস্তাফিজুর রহমান, আবু ইছা, আব্দুল্লাহ আল মামুন, ইকরামুল কবির, রাফিক হুসাইন, মারুফ হোসেন, আফিয়া সালাম, সালমা খাতুন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন- অনলাইন দক্ষিণের কণ্ঠস্বর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply