২৪ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন (মাঃবিঃ) এর অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্য পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
গৌতম কর্মকার-২১৮ ভোট, স্বপন মন্ডল-১৯৬ ভোট, স্বপন মল্লিক-১৭৩ ভোট এবং মো. আশরাফ গাইন-১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পরাজিত প্রার্থীদের মধ্যে রবিউল ইসলাম-১৩৮ভোট, মোলাম মোস্তফা শেখ-১০১ ভোট, শেখ সোহরাব হোসেন-৯০ ভোট, মোহাম্মাদ আলী মুকুল-৭৩ ভোট পান।
অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে দেবকী রানী -১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী তহমিনা পারভীন পেয়েছেন ৮২ ভোট এবং অপর প্রার্থী উম্মে হানিফা পান- ৪০ ভোট।
এছাড়া দাতা সদস্য পদে নূরইসলাম গাজী ৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদন্দী প্রার্থী পশুপতি মন্ডল পান-৩ ভোট। মোট ৪৬৫ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোটার ভোট প্রদান করেন। উপস্থিতির হার ৭৩.৩৩%।
শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব প্রিজাইডং অফিসার হিসেবে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করেন।
Leave a Reply