সাতক্ষীরা শ্যামনগর থেকে একটি শার্টারগান ও ৭৪ রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামী মান্নান সানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রবিউল জোদ্দারের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মান্নান সানা (৪০) ওই গ্রামের মৃত জব্বার সানার ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা ইউনয়নের পার্শ্বেমারী গ্রাম থেকে হত্যাসহ একাধিক মামলার আসামী মান্নান সানা ওরফে কানা মান্নানকে গ্রেফতার করা হয়।
এরপর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ি একই গ্রামের রবিউল জোয়াদ্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে একটি শার্টারগান, ৩০ রাউন্ড শার্টার গানের গুলি, চার রাউন্ড ত্রি নট ত্রি রাইফেলের গুলি ও ৪০ রাউন্ড ট-ুটুবার বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
তবে, এ সময় রবিউল জোয়াদ্দার পািলয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মান্নান সানার নামে আমিরুল হত্যাসহ ১৩ টি মামলা রয়েছে।
Leave a Reply