ব্রেকিং দ্য সাইলেন্স এর বাস্তবায়নে অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় শ্যামনগরের কৈখালী ইউনিয়ন পরিষদে ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“ব্লু ইকোনমিক এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্পের আলোকে বুধবার (২৯ মে) উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুণরুদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় মূল তথ্য উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুল খালেক, প্রজেক্ট কো-অর্ডিনেটর সুরুজ আলী সরকার, কমিউনিটি মোবিলাইজার মোশাররফ হোসেন, কোডেক প্রতিনিধি রাসেল আমিন ও গাজী ফারুক, ইলেকট্রিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, মুন্ডা সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম। সভাপতি সমাপনি বক্তব্যে বলেন ”আমাদের ইউনিয়নে ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে এই ইউনিয়নের সার্বিক পরিবেশ (ইকোসিস্টেম) উন্নয়ন হচ্ছে। যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ নারী, শিশুর মানসিক স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা দিতে এবং তাদের অধিকার সমুন্নত রাখতে, তাদের অধিকার ন্যায্যতা পেতে এ প্রকল্প অংশীদারদের নিয়ে কাজ করছে। আমাদের পূর্ণ সমর্থন, সার্বিক সহযোগিতা ইউনিয়ন পরিষদের পক্ষ হতে অব্যাহত থাকবে।
প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদার উপস্থিত সকলকে স্ব স্ব বাড়ির আঙ্গিনায় প্রয়োজনীয় গাছ রোপনে উদ্বুদ্ধ করে বলেন, পরিবেশ (ইকোসিস্টেম) উন্নয়ন ও জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দূর্যোগ মোকাবিলায় আরো বেশি সচেতন হতে হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি সম্মিলিত উদ্যোগে টেকসই উন্নয়নের মাধ্যমে আমাদের পরিবেশকে আমাদেরই বাঁচাতে হবে। সকলের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরস্পরের সহযোগিতা ও আন্তরিকতার বিকল্প নেই।
Leave a Reply