সাতক্ষীরার শ্যামনগরে বসত বাড়ির ঘরের মধ্যের একটি গর্ত থেকে ১৪টি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হাওয়ালভঙ্গী গ্রামে মৃত হাকিম গাজীর ছেলে হাবিবুর রহমান এর বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
এদিকে, বিষধর সাপ উদ্ধারের ঘটনায় ওই পরিবারসহ তার আশেপাশের লোকজস আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
বাড়ির মালিক হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন আলী জানান, সকালে তাদের ঘরের ভিতরের একটি গর্তে ছোট একটি সাপ দেখা যায়। পরবর্তীতে তারা গর্ত খুড়ে ওই গর্তের মধ্য থেকে একে একে ১৪টি গোখরা সাপের বাচ্চাসহ মা সাপটিকে উদ্ধার করেন।
এসময় তারা সমস্ত সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন। সাপ গুলোর মধ্যে একটি সাপের দুটি মাথা রয়েছে বলে তিনি আরো জানান।
Leave a Reply