সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম মুরশিদ আলম (১৫)। সে ওই গ্রামের ফজর আলী গাইনের ছেলে ও বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরশিদ বিকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্কুল থেকে বের হয়। এরপর সে স্কুলের সামনের সড়কে আসার সাথে সাথেই বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে সে ঘটনা স্থলেই নিহত হয়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply