স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের চেষ্টায় অভিযোগে গত সোমবার (২৬ শে আগস্ট) শ্যামনগর থানায় হাফিজুর রহমান হাফিজকে প্রধান আসামি করে করে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের হয়। এজাহারের কপি অনুযায়ী বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের উপর তেলে বেগুনে জ্বলে ওঠে সাবেক ওই ছাত্রলীগ নেতা।
এর প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মিঠুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন চায়ের দোকানে তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এছাড়া গত (২৬ শে আগস্ট) সকাল ১১ টার দিকে হাফিজের ব্যক্তিগত ফেসবুক Hafiz Shordar নামের ওই আইডি থেকে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন বানোয়াট স্ট্যাটাস আপলোড করছে। সেখানে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও জীবননাশের হুমকি প্রদান করছে।
এবিষয়ে সাংবাদিক মিঠু (২৭ শে আগস্ট) শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে (যার নং-১১০৬)।
উল্লেখ্য শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে হাফিজের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, নাশকতা,অপহরণসহ শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) আনিসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply