রাশিয়ার সংসদে সংবিধানের বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে। এসব প্রস্তাব গৃহীত হওয়ার ফলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানায়, বুধবার (১১ মার্চ) রাশিয়ার সংসদে সংবিধানের বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে। এর ফলে পুতিনের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হলো।
রাশিয়ায় গত ২০ বছর ধরে ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। দীর্ঘ এ সময়ে কখনো প্রেসিডেন্ট আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, ২০২৪ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য ছিলেন পুতিন।
তবে ক্ষমতায় থাকতে সেই সংবিধান পরিবর্তন করলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। বুধবার দেশটির সংসদে সংবিধানের এই সংশোধনী গৃহীত হয়। এতে পুতিনের পক্ষে ভোট পড়ে ৩৮৩টি। বাকি ৪৩ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
সংশোধনী অনুযায়ী, পর পর আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন পুতিন। এতে ২০২৪ সালের পর আরও অন্তত ১২ বছর ক্ষমতায় থাকতে পারবেন তিনি। যদিও সংবিধান সংশোধন বিষয়ে এপ্রিলে রাশিয়াজুড়ে একটি গণভোট অনুষ্ঠিত হবে। সেখানে পুতিনের পক্ষে রায় এলেই ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়টি নিশ্চিত হবে তার।
Leave a Reply