শিরোনাম :
পুলিশের কল্যাণে ৫ সিদ্ধান্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাতক্ষীরায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন – অনার এক্স৯সি সাতক্ষীরার বিনেরপোতায় স্বর্ণের বারসহ চোরাকারী আটক সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরাল নিশ্চিহ্ন করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডাদেশ থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর ২১ আগস্টের গ্রেনেড হামলা: খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে গাজায় হামলা শুরুর পর ইসরায়েলি মন্ত্রিসভায় ফিরছেন বেন-গাভির

সমতায় ফিরল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ১৮১
শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

সাভারে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ ইমার্জিং দল। ইয়াসির আলির ৮৫ ও নাজমুল হাসান শান্তর ৭৭ রানের ওপর ভর করে ২ উইকেটেরে জয় পায় বাংলাদেশ।

২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর বড় জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান শান্ত ও ইয়াসির আলি। এ দুইজন গড়ে তুলেন ১২০ রানের জুটি। ১৮৪ রানে ৭৭ রান করে আউট হন শান্ত। এরপর ৮৫ রান করে ইয়াসির আলি আউট হলে হাররে শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬১ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের দরকার হয় ১২ রান। এমন অবস্থায় টানা দুই বলে দুই ছয় মেরে দলের জয় নিশ্চিত করে ইয়াসিন আরাফাত মিশু। এ ম্যাচ জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরল আফিফরা।

এর আগে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ইমার্জিং দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৩১ রানে লঙ্কান শিবিরে আঘাত হানেন তরুণ স্পিনার নাইম হাসান। তবে এরপর নিশাঙ্কা ও আশালঙ্কা দলের হাল ধরেন। দলীয় ৯৭ ও ব্যক্তিগত ৫৫ রানে নিশাঙ্কাকে আউট করেন আমিনুল ইসলাম। তবে মেন্ডিসের ৬৫, আশালঙ্কার ৪৫ ও ড্যানিয়েলের ৪৩ রানের ওপর ভর করে ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৭৩ রানের বড় সংগ্রহ করে অলআউট হয়।

বাংলাদেশের পক্ষে শফিকুল ইসলাম ৩ উইকেট শিকার করেন। এছাড়া নাইম হাসান ২, সুমন খান ১, আমিনুল ইসলাম ১ ও ইয়াসিন আরাফাত ১ উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT