ক্যাসিনো-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমান আলীকে বহিষ্কার করা হয়েছে।
যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ রবিবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছেন।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, র্যাবের হাতের গ্রেফতার হওয়ার পর ইসমাইল চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমান আলীকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, যুবলীগের গঠনতন্ত্র মেনে তাদের বহিষ্কার করা হয়েছে। তারা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগসহ সব ধরনের সদস্য পদ থেকে বহিষ্কার হয়েছেন।
রবিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়। সেখানে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে সম্রাট লুকিয়েছিলেন।
র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাসেম জানান, সুনির্দিষ্ট মামলায় সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে র্যাব সদর দপ্তর থেকে একটি টিম গাড়িতে করে সম্রাটকে তার কাকরাইল অফিসে নিয়ে যায়। র্যাব তাকে নিয়ে সেখানে অভিযান চালায়।
Leave a Reply