জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ৩০ ডিসেম্বরের পরিবর্তে ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি সম্পন্ন করায় সরকার সংবিধান লংঘনকারী হিসেবেই অভিযুক্ত। সরকার সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা না করে দল ও ব্যক্তির ইচ্ছাধীন রাষ্ট্র পরিচালনা করছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় আইনজীবী জোট গঠনের লক্ষ্যে জেএসডি সভাপতির উত্তরাস্থ বাসভবনে আইনজীবী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে অনৈতিকভাবে বেআইনী কাজে প্রশাসন-পুলিশ প্রশাসন ও রাষ্ট্র প্রশাসন ব্যবহার করে রাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছে-যা খুবই আত্মঘাতী। এসবের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রের এই ভয়াবহ দুর্দিনে বিবেকবান আইনজীবীদের এগিয়ে আসতে হবে।
সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী কে এম জাবির এর সভাপতিত্বে ও এ্যাড. গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিশিষ্ট আইনজীবী এ্যাড. সানোয়ার হোসেন তালুকদার, এ্যাড. আফজাল হোসেন, এ্যাড. বিকাশ চন্দ্র সাহা, এ্যাড. আবদুর রহমান, এ্যাড. সৈয়দা ফাতেমা হেনা, এ্যাড. সা কা ম আনিসুর রহমান খান কামাল, এ্যাড. মোহাম্মদ আলী সরকার, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, এ্যাড. কাউসার নিয়াজী, এ্যাড. মিয়া হোসেন, এ্যাড. তাজউদ্দিন সবুজ, এ্যাড. খোন্দকার শহিদুল্যাহ পলাশ প্রমুখ।
সভায় এ্যাড. কে এম জাবিরকে আহবায়ক ও এ্যাড. মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরীকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় আইনজীবী জোট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
Leave a Reply