‘সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী সদস্য মো. আমজাদ হোসেন মিঠুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি। বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ আপত্তিকর মন্তব্যের তিব্র নিন্দা জানিয়ে আপত্তিকর মন্তব্যকারী শ্যামনগর উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি, নারীলোভী ও মাদকসেবী হাফিজুর রহমান হাফিজ এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিবিৃতিদাতারা হলেন সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বরুণ ব্যানার্জী, সহ-সভাপতি তপন কুমার বিশ্বাস ও গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক এমডি আরাফাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাগিব মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহফুজ, সহ-সাংগঠনিক বিশ্বজিৎ চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক এসকে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন আল কুরাইশী, তথ্য বিষয়ক সম্পাদক একরামুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বারী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পলাশ মন্ডল, কার্যনির্বাহী সদস্য আমজেদ হোসেন মিঠু, মেহেরুজ্জামান, বেলাল হোসেন, এসকে ফিরোজ আহম্মেদ, মনিরুল ইসলাম, এসএম গোলাম ফারুক, জিএম মিজানুর রহমান, এসকে ফেরদৌস আহমেদ, মেহেদী নেওয়াজ সোহাগ, জহুর হাসান সাগর ও জি.এম কামরুজ্জামানসহ জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর নামে মামলা হয়েছে। এই ঘটনার প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হওয়ায় সে ‘সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী সদস্য, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আমজাদ হোসেন মিঠু কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেয় এবং সেই সাথে সাংবাদিক মিঠুর ব্যক্তিগত মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দেয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে ওই ঘটনার সাথে জড়িত এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবী জানিয়েছে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি এর কর্মরত সাংবাদিক বৃন্দ।
Leave a Reply