সাকিব-সাইফউদ্দীনের বোলিং তোপে বিপদে আফগানরা
সাকিব ও সাইফউদ্দীনের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়েছে আফগানিস্তান। ৪১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে দলটি। সাইফউদ্দীন ও সাকিব আল হাসান উভয়েই দুটি করে উইকেট শিকার করেছেন। আফগানদের সংগ্রহ ৬ ওভারে ৪১ রান। ক্রিজে আছেন আসগর আফগান ও মোহাম্মদ নবী।
প্রথম বলেই রহমানুল্লাহর উইকেট উড়িয়ে দিলেন সাইফউদ্দীন
ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে বোলিংয়ে এসে প্রথম বলেই সাফল্য পায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারের প্রথম বলেই রহমানুল্লাহর উইকেট উড়িয়ে দেন পেস বোলার মোহাম্মদ সাইফউদ্দীন। ক্রিজে আছেন হজরতউল্লাহ জাজাই ও নাজেব তারাকাই।
অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে দুই দল
আফগানিস্তানের বিপক্ষে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিক আফগানিস্তানের একাদশেও কোনো পরিবর্তন নেই। দুই দলই প্রথম ম্যাচ জেতায় একাদশে কোনও পরিবর্তন আনেনি। এগিয়ে যাওয়ার লড়াইয়ে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাঠে নামছে দল দুটি।
বাংলাদেশের একাদশ :
সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ :
হজরতউল্লাহ্ জাজাই, নাজেব তারাকি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, রাশিদ খান, মুজিবুর রহমান, কারিম জানাত, ফারদিন মালিক, ও রহমানউল্লাহ্।
Leave a Reply