শিরোনাম :
দেবহাটায় প্রথম ফাজিল স্নাতকের অনুমোদন পেল সখিপুর আলিম মাদ্রাসা শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল : রিজভী আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিত : ইজ্জত উল্লাহ চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামী লাল্টু গ্রেপ্তার সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দখল! দেবহাটায় ২১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস পালিত উজানে ভারী বৃষ্টি, দেশের প্রায় সব নদীর পানি বাড়ছে

সাতক্ষীরাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত করা হবে-পুলিশ সুপার

কবির হোসেন
  • আপডেটের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ১৯২
সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

সাতক্ষীরাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। সোমবার (১৯ আগস্ট) দুপুর ২টায় দেবহাটা থানা পরিদর্শন শেষে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এসময় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও হুশিয়ারী করেন তিনি।

পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা থেকে অপরাধ কর্মকা- নির্মূল করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। কোন ব্যাক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। তাই সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবানও জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

মতবিনিময়কালে দেবহাটা সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা থানার এসআই মুনিরুল ইসলাম মনির, প্রদীপ রায়, হেকমত আলী, এএসআই রশীদুল আলম, রোকন খান, দরবেশ আলী, মাজেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, পারুলিয়ার আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিথ ছিলেন।

এসময় দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব ও ছাত্রলীগের পক্ষ থেকে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT