সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১০অক্টোবর) সকাল ৯টায় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশের খুলনা অঞ্চলের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার। সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। সম্মেলনে শিক্ষক ফেডারেশনে উপদেষ্টাদের মধ্যে মাওলানা আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, খোরশেদ আলম, উপাধ্যক্ষ আবদুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষক ফেরারেশনের সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, সদর সভাপতি ড. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply