সাতক্ষীরায় জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারীদের সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪

সাতক্ষীরায় জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহবায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনটির মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদস্য সচিব শোহাইল মাহদীন, আহতদের মধ্যে জিল্লুর রহমান, নাহিদুল ইসলাম, শিমুল হোসেন রাশেদ, কারাবরনকারী দিপু হোসেন, শহীদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসময় বলেন, বিগত দিনে সাতক্ষীরার মানুষ আন্দোলনকারীদের পাশে ছিলেন। স্বৈরাচারী সরকারের অত্যাচারে অনেকেই নিহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে গেলে দলমত নির্বিশেষে একাত্ম হয়ে কাজ করতে হবে, নয়তো শত্রæপক্ষ এই সুযোগে নিজেদের শক্ত অবস্থান তৈরী করে নেবে। আমাদের এই লড়াই ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।

সম্মাননা প্রদান শেষে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT