সাতক্ষীরায় টাক্সফোর্সের অভিযানে অপদ্রব্য পুশকৃত ট্রাক ভর্তি ৪০৫ কেজি বাগদা চিংড়ী মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে উক্ত মাছ গুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এসময় ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাত পৌানে ১২ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বিপুল পরিমান বাগদা চিংড়ি বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানার নেতৃত্বে বিজবির একটি চৌকস আভিযানিক দল সদর উপজেলার ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ট্রাক ভর্তি বাগদা ও সাদা মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছগুলো সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ ও সিনিয়র বৈজ্ঞানিক মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং বিজিবি’র সমন্বয়ে গঠিত টাক্সফোর্স সদস্যরা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে তার মধ্যে ৪০৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করেন। যার বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এসময় ট্রাকচালকের কাছ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ট্র্কিসহ সাদা মাছ গুলো ছেড়ে দেয়া হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, পুশকৃত বাগদা মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় টাস্কফোর্স কর্মকর্তাদের নির্দেশক্রমে তা রাতেই পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply