যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বিনামূল্যে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের ইনকোর্স পরীক্ষা ও পুরস্কার বিতরণ কর হয়েছে।
শনিবার (০৮ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরার শহীদ নাজমুল স্মরণী রোডের অর্ঘ্য প্লাজায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার ল্যাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ‘ল্যাব-এ’ এবং ‘ল্যাব-বি’ থেকে মোট ৪৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরে রবিবার (০৯ মার্চ) পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী তিনজন করে দুই ল্যাব থেকে মোট ৬জন পরীক্ষার্থী পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা হলেন ‘ল্যাব-এ’ এর বদরুল আমিন, মুক্তা মনি, ও নাহিদ রহমান এবং ‘ল্যাব-বি’ এর এস.এম মেজবাহ উদ্দীন, মোঃ ফিরোজ আল মামুন, যৌথভাবে শিমুল গাজী ও মোঃ তাওহিদুজ্জামান।
আরও পড়ুন: দৈনিক ২০০ টাকা ভাতা ও দুপুরের খাবারসহ সাতক্ষীরায় সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার কো-অর্ডিনেটর আজিজুল হাকিম, আশিকুর রহমান, ট্রেইনার আব্দুল্লাহ আল-মামুন, আহমেদ রাইয়ান ও জাওয়াদ হাসানসহ প্রশিক্ষণার্থীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার কো-অর্ডিনেটর এবং ট্রেইনাররা পুরস্কার বিজয়ী পরীক্ষার্থীদের অভিন্দন জানান এবং সকল পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা জানান।
অনেক সুন্দর আয়োজন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দের অনেক ধন্যবাদ ❤❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ।