সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য বহনকারি সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। এরপর জেলা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
বাঙালীয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন উক্ত শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে মিলিত হয়।
এসময় সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ছাড়াও আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজান আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, এনডিসি শাহ নেওয়াজ তানভীর, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কন্ঠশিল্পী শামীমা পারভীন রত্না, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবুসহ বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য নিয়ে ৩দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply