সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন পুকুর এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শিমুন সামস্, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি প্রমুখ।
সাঁতার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাঁতারু শেখ শফিউল বারী ও সহযোগি প্রশিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, প্রিন্স ফুটবল কোচের পরিচালক খন্দকার আরিফ হাসান প্রিন্স। বিঃদ্রঃ আগামী ১৭/০৫/২০২৪ তারিখ শুক্রবার থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হবে। প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিনামূল্যে এ সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী প্রশিক্ষণার্থীদের ০১৯৪৭৮৫০০৩০ এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য আহবান জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও সাঁতারুরা উপস্থিত ছিলেন।
Leave a Reply