পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিবসহ অন্যান্যরা।
এসময় সেখানে জানানো হয়, রমজান মাসব্যাপী এখানে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। তবে, সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে বলে আয়োজকরা জানান।
Leave a Reply