সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাস ও মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১২ জন। শনিবার (৫ অক্টোবর) দুপুরে কালিগঞ্জ উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত মটরসাইকেল চালকের নাম কাজী সাইদুর রহমান (৫৬) । তিনি কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রাামের কাজী এমদাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জে উপজেলা সদরের একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মটর সাইকেল চালক সাইদুর রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মটরসাইকেল চালক সাইদুর। এপর তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদরহাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তার মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ধারে একটি গাছের গায়ে ধাক্কা লাগে। এতে বাসে থাকা আরো কমপক্ষে ১২ যাত্রী আহত হন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply