সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় পরিবহনের ধাক্কায় কামরুল ইসলাম (২৬) নামের এক ট্রলি চালকের মৃৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রলি চালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ট্রলি চালক কামরুল সাতক্ষীরা থেকে ট্রলি চালিয়ে মাধবকাটি এলাকার একটি ভাটায় ইট আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply