সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার একটি লাকড়ির মিলে এ ঘটনাটি ঘটে।সাইদুর রহমান ঝাউডাঙ্গা ইউনিয়নের রামেরডাঙ্গা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর রহমান ঝাউডাঙ্গায় লাকড়ির মিলে শ্রমিকের কাজ করতো। বিকালে মিলে কাজ করার সময় হঠাৎ অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply