সাতক্ষীরার দেবহাটা উপজেলার হীরারচক চিংড়ি ঘের থেকে দুই মৎস্য ঘের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।
নিহতরা হলেন- নুরুল হক (৫৫) ও রাধা পদ (৩৮)। তাদের বাবার নাম ও বাড়ি কোথায় তা কেউ জানাতে পারেননি। তারা দুইজনই সাতক্ষীরার জনৈক আরিফুজ্জামানের হীরারচকের মৎস্য ঘেরের কর্মচারী।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। নিহত একজনের নাম নুরুল হক ও অপর জনের রাধাপদ। এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।
ওসি বলেন তাদের দেহে পোড়া পোড়া দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘেরের বৈদ্যুতিক তার স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের জন্য লাশ দুইটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply