সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের একটি পেট্টোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে মৃত ওই নারীর বয়স ৩০ বছর।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ উপজেলা সদরের একটি পেট্টোল পাম্প সংলগ্ন ধান ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত ওই মহিলার লাশ উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে মৃত ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি।
ওসি আরো জানান, অজ্ঞাত ওই মহিলার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে।
Leave a Reply