সাতক্ষীরায় গরু বহনকারী ইজ্ঞিন চালিত আলমসাধু ভ্যান থেকে ১৪ কেজি গাজা উদ্ধার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার বেতলা এলাকায় লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে আলম সাধু ভ্যানসহ গাজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয়েছে তিন মাদক ব্যবসায়ীকে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকার ওয়াজেদ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), সদর থানার হাওয়ালখালি গ্রামের মৃত. ইউসুফ আলী সরদারের ছেলে মিঠু সরদার (২৪) ও খুলনার ডুমুরিয়া থানার খুকড়া গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে শওকত আলী (৬০)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলি আহম্মেদ হাশেমী জানান, গরু বহনকারী ইজ্ঞিন চালিত আলম সাধু ভ্যানে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে ভ্যানটিকে সিগন্যাল দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গোয়েন্দা পুলিশের টিম ভ্যানসহ তিনজনকে আটক করে। পরে ভ্যানটি তল্লাশী চালিয়ে ১৪ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply