সাতক্ষীরায় গরুর দড়ি হাত ফসকে দেয়ালে আঘাত লেগে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই বৃদ্ধের নাম আবদুর রহিম (৫৭)। সে একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (১৪ অক্টোবর) আবদুর রহিম তার দুটি গরু বিক্রি করেন। আজ সকালে গরু দুটি ক্রেতারা নিতে আসলে তিনি গোয়াল থেকে গরু বের করতে যান। এসময় গরুর দড়ি খুলতেই গরু উত্তেজিত হয়ে দৌড় দেওয়ার চেষ্টা করে।
আবদুর রহিম তখন দড়ি ধরে গরুকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু গরু জোরে দৌড় দিলে দড়ি হাত ফঁসকে তিনি গোয়ালের দেয়ালে ধাক্কা খান। এতে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
http://mewkid.net/where-is-xena/ – Buy Amoxicillin Online Amoxicillin Without Prescription fdm.teun.satkhiraprotidin.net.mzc.qw http://mewkid.net/where-is-xena/
http://mewkid.net/where-is-xena/ – Buy Amoxicillin Buy Amoxicillin fdk.iylm.satkhiraprotidin.net.kzi.rc http://mewkid.net/where-is-xena/
http://mewkid.net/who-is-xandra/ – Amoxicillin 500 Mg Amoxicillin No Prescription mon.gbcb.satkhiraprotidin.net.amb.zc http://mewkid.net/who-is-xandra/
http://mewkid.net/who-is-xandra/ – Buy Amoxil Amoxicillin tnk.kupn.satkhiraprotidin.net.dtz.tp http://mewkid.net/who-is-xandra/