সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে মুনসুর শেখ নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাদক ব্যবসায়ী মুনসুর শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৃত হামিদ শেখের ছেলে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাঁকাল এলাকার আব্দুস সবুরের ঘেরের মধ্যে ভোরে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। সকালে ঘেরের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত হলে জানা যায় তিনি জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মুনসুরের বিরুদ্ধে থানায় ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।
Leave a Reply