সাতক্ষীরায় ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার সেনপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, তালা উপজেলার কাশিপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু মুছা (৪৮) বুধবার সন্ধ্যায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে শোকে বিপর্যস্ত হয়ে বৃহস্পতিবার ভোরে তার পিতা কেরামত আলীও (৮০) মৃত্যুবরণ করেন।
মাত্র কয়েক ঘন্টার ব্যবধান এভাবে পিতা-পুত্রের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে সেনপুর গ্রামে তাদের জানাযা অনুষ্ঠিত হয়।
কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার শেখ আব্দুল মোমিন জানান, শিক্ষকের অকাল মৃত্যুতে মাদ্রাসা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Leave a Reply