সাতক্ষীরার তালায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় গনেশ দাস (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া বেইলি ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গরুও মারা যায়।
নিহত গনেশ দাস তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।
স্থানীয়রা জানান, গনেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রিজের পাশে পৌঁছালে পেছন দিকে থেকে একটি ইটবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানয়ীরা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা
তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ইটবোঝাই ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম
Leave a Reply