সাতক্ষীরায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শাহানারা খাতুন (৩৭)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহানারা জেলা সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত রবিবার (১৮ তারিখ) সদর হাসপাতালে ভর্তি হন শাহানারা। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান, সাতক্ষীরা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান।
এর আগে, ২২ আগস্ট বিকেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মাদ্রাসাছাত্র আলমগীর গাজীর মৃত্যু হয়।
Leave a Reply