সাতক্ষীরায় নাগরিক অধিকার বাস্তবায়ন মঞ্চ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ০৮টায় শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র চতুর্থ তলায়েএ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, ডা. মনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, ইাঞ্জনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এ্যাড শেখ তামিম আহমেদ সোহাগ, বিকাশ দাস, পৌর আওয়ামী লীগের সায়গঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সৈয়দ জয়নুল আবেদীন জসি, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে নাগরিক অধিকার বাস্তবায়ন মঞ্চ’র নব যাত্রা উপলক্ষে কেক কাটা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
Leave a Reply