সামাজিক আন্দোলন ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সাতক্ষীরায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিজয়া দশমী উপলক্ষে শহরের খুলনা রোড মোড় থেকে নারকেলতলা অভিমুখে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্ব এই অভিযান শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক খুলনা রোড সংলগ্ন ফার্মেসি ও ক্লিনিক মালিকদের প্রতি নিজ-নিজ দোকান ও প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে তাদেরকে সতর্ক করেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, নিজেদের দোকানপাট নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দোকানের সামনে পলিথিন, প্লাস্টিকসহ কোন ময়লা আবর্জনা ফেলা যাবে না। ফেললে এর দায়-দায়িত্ব দোকান মালিককেই বহন করতে হবে।
https://www.facebook.com/satkhiraprotidin/videos/2669086476476179/UzpfSTEwMDA0MTkwNjY0NDY1ODoxMTQyNTcwMDMzMTQ1MjE/
এ সময় জেলা প্রশাসকের সাথে স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, এসডিসি স্বজল মোল্লা, আরডিসি দেওয়ান আকরামুল হক, সমাজ সেবক আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, স্কাউটস সম্পাদক পল্টু বাসার, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, উত্তরণের মুনিরউদ্দিন, সুশীলনের মনির হোসেন, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পরিষ্কার-পরিচ্ছন্ন জেলা গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ নামে সামাজিক আন্দোলনের ডাক দেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সেই থেকে জেলাব্যাপী চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু হয়েছে প্রচার প্রচারণা।
Leave a Reply