সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহনের ধাক্কায় মিজান চৌধুরী নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজান চৌধুরী সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকার মৃত বারিদার চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান চৌধুরী সাতক্ষীরা মোডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে মহেন্দ্রযোগে শহরের দিকে আসছিলেন এ সময় ঢাকাগামী এম আর পরিবহন পিছন দিক থেকে মহেন্দ্রটিকে ধাক্কা দেয়। মহেন্দ্র থেকে পড়ে মিজান চৌধুরী ঘটানস্থলেই মৃত্যুবরণ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘতক এমআর পরিবহনটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply