সাতক্ষীরার ভোমরা ও মাদরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৩ আগস্ট) রাতে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি ও কলারোয়ার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৪ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
আটক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (২৮) ও কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইমন হোসেন (২১)।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতীয় চোরাচালানী মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি কাঁচা রাস্তার পাশ থেকে ৩ লাখ ২ হাজার ৪০০ টাকা মূল্যের ১২ টি মোবাইল ফোন ও ১২ টি চার্জারসহ চোরাকারবারী আব্দুল্লাহ গাজীকে আটক করে।
অপরদিকে, একই সময়ে কলারোয়া উপজেলার মাদরা বিওপির আওতাধীন বোয়ালিয়া সাবানার মোড় নামক স্থানে হাবিলদার আব্দুল হামিদের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৫৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ইমন হোসেন নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত এসব মালামালের মূল্য ৩ লাখ ২৪ হাজার টাকা।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, আটক দুই চোরকারবারীকে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply