সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে পারভেজ শেখ (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই বৃদ্ধের নাতি পিয়াস (১৩)। পিয়াসকে সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ শেখ যশোরের মৃত মো. আলীমুদ্দিন শেখের ছেলে। দীর্ঘদিন যাবৎ তারা সাতক্ষীরায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির সংস্কার কাজ করছিলো পারভেজ শেখ ও তার নাতি পিয়াস। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারের উপর পা দেয় পারভেজ শেখ। এতে সে বিদ্যুতায়িত হয়। খালি হাতে তাকে বাঁচাতে গিয়ে তার নাতি পিয়াসও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলে পারভেজ শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিয়াসকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা আরো জানান, আহত পিয়াসের অবস্থাও গুরুতর। প্রথমে তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হলেও সেখানকার চিকিৎসকরা তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।
Leave a Reply