সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় বুধবার (১১ মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ফিংড়ি ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ইউপি সদস্যা মোছা. আছিয়া খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাসনা হেনা শিশু কেন্দ্রের সভাপতি এ্যাড. স্যামুয়েল ফেরদৌস পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুতফর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স’র উপ-পরিচালক মো. তারিকুজ্জামান, ইউপি সদস্য মহাদেব চন্দ্র ঘোষ, শেখ জাকিরুল হক, মো. আব্দুর রকিব ঢালী, মো.আফসার উদ্দীন, রেবেকা খাতুন প্রমুখ।
আলোচনা সভায় বর্তমান সময়ের আলোচিত করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। পরে খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রতিনিধি মো. আব্দুল আলীম।
Leave a Reply