সাতক্ষীরায় গুণগতমানের উপকরণ সরবরাহকারী ও মৎস ক্রেতাদের সাথে চাষীদের মার্কেট লিংকেজ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা বাগদা চিংড়ি চাষের একটি উপযোগী এলাকা । মৎস্য চাষের পূর্বে স্থানীয় মৎস্য কর্মকর্তাদের পরামর্শে নিয়মিত খাদ্য পরীক্ষা করে চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশন মার্কেট লিংকেজ সিস্টেম নিয়ে মৎস্য চাষের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি মৎস্য চাষী হতে শুরু করে ভোক্তার হাতে হাত পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য কাজ করেছে। মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে দেশ ও দেশের বাইরে দুর্ণাম রটাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে।
কর্মশালায় ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর বাবু কুমার রায়ের সার্বিক সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসাবে মতামত উপস্থাপন করেন খুলনা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জিএম ফারুক হোসেন, রবিউল ইসলাম, যাদব অধিকারী, জিকে বৈদ্য প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply