সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (০৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়।
প্রায় দেড়ঘন্টাব্যাপি পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষ তল্লাসী করে ১ নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। এ সময় হোটেল থেকে বিপুল পরিমাণ কনডম ও গাঁজা উদ্ধার করা হয়। হোটেলটি পরিচালনা করেন সাতক্ষীরা পৌর যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর জেলার মনিকতলা এলাকার রাসেল উদ্দিনের স্ত্রী সৃষ্টি আক্তার লতা (২৩), সাতক্ষীরার কলারোয়ায়া উপজেলার কাজিরহাটের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুর রহমান (২৬), খুলনা জেলার জিরো পয়েন্টের আব্দুল মজিদের ছেলে ইউনুছ আলী (৩৩), সাতক্ষীরা শহরের ইটাগাছার আতিয়ারের ছেলে শাহিনুর (৩৪), একই এলাকার রেজাউলের ছেলে মাসুম বিল্লাহ (৩০), খড়িবিলার রফিকুলের ছেলে রনি (২৩), ইটাগাছার আহম্মদ আলীর ছেলে মিলন গাজী (৩০), গড়েরকান্দার রফিকের ছেলে ইব্রাহিম ওরফে রাজা। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে তাদের উক্ত পরিচয় জানিয়েছে।
Leave a Reply