সাতক্ষীরায় যুবলীগ নেতা তুহিনের হোটেল থেকে ৮ নারী পুরুষ আটক, গাঁজা ও কনডম উদ্ধার (ভিডিও)

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ১১১১

সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (০৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়।

প্রায় দেড়ঘন্টাব্যাপি পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষ তল্লাসী করে ১ নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। এ সময় হোটেল থেকে বিপুল পরিমাণ কনডম ও গাঁজা উদ্ধার করা হয়। হোটেলটি পরিচালনা করেন সাতক্ষীরা পৌর যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর জেলার মনিকতলা এলাকার রাসেল উদ্দিনের স্ত্রী সৃষ্টি আক্তার লতা (২৩), সাতক্ষীরার কলারোয়ায়া উপজেলার কাজিরহাটের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুর রহমান (২৬), খুলনা জেলার জিরো পয়েন্টের আব্দুল মজিদের ছেলে ইউনুছ আলী (৩৩), সাতক্ষীরা শহরের ইটাগাছার আতিয়ারের ছেলে শাহিনুর (৩৪), একই এলাকার রেজাউলের ছেলে মাসুম বিল্লাহ (৩০), খড়িবিলার রফিকুলের ছেলে রনি (২৩), ইটাগাছার আহম্মদ আলীর ছেলে মিলন গাজী (৩০), গড়েরকান্দার রফিকের ছেলে ইব্রাহিম ওরফে রাজা। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে তাদের উক্ত পরিচয় জানিয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘সাতক্ষীরা প্রতিদিন’কে বলেন, সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অনৈতিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম এবং পুলিশ লাইনস থেকে কিছু ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেখান থেকে সর্বমোট ৮ জনকে গ্রেফতার করি, যার মধ্যে ১জন নারী ও ৭ জন পুরুষ।
যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে দুজন পুরুষ গাজাসহ নেশাগ্রস্থ অবস্থায় ছিলো, দুজন হোটেল পরিচালনার সাথে যুক্ত এবং দুজন হোটেলের কর্মচারী।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, হোটেলের রিশিপসন থেকে অনেকগুলো কনডম উদ্ধার করা হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT