গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ‘র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা’ কলারোয়া থানার বোয়ালীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে মেজর মো. শামীম সরকার এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন বোয়ালীয়া গ্রামস্থ এলাকায় কয়েকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল বোয়ালিয়া গ্রামস্থ আফজাল মার্কেটের সামনের পাকা রাস্তার উপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে ভারতীয় ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-কলারোয়া উপজেলার চান্দা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. মুক্তার হোসেন(৩০) ও একই উপজেলার বোয়ালিয়া গ্রামের সাবুর আলী সরদারের ছেলে মো. কামরুল হোসেন সরদার(২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘র্যাব-৬, সাতক্ষীরা’র মেজর মো. শামীম সরকার বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply