সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়বাসহ মাদক কারবারীকে আটক করেছে র্যাব। র্যাব-৬ সাতক্ষীরার একটি আভিযানিক দল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রাম থেকে তাকে আটক করে।
আটক ওই মাদক কারবারীর নাম মো. হাসিবুল হাসান শান্ত (২১)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মো. আবুল কাসেম ঢালীর ছেলে।
র্যাব জানায়, মেজর মো. শামীম সরকার এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাটাখালী গ্রামে কয়েকজন মাদকদ্রব্য বেচা-কেনার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল শ্যামনগরের বিড়ালক্ষী গ্রামের ১৪৬ নং বিড়ালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১শ ৪০ পিস ইয়াবাসহ মো. হাসিবুল হাসান শান্তকে গ্রেফতার করে।
র্যাব-৬ এর সাতক্ষীরার মেজর মো. শামীম সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply