সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৪২

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই কারবারীকে আটক করেছে র‌্যাব। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার হারোদ্দা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারীরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হারোদ্দা গ্রামের শামসুদ্দীন গাজীর ছেলে মো. শরিফুল ইসলাম(৩৫) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. ইকরামুল হক(২৪)। তাদের কাছ থেকে ২৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ সাতক্ষীরা শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সাতক্ষীরা সদর উপজেলার হারদ্দা গ্রামে মাদকদ্রব্য বেচা-কেনার উদ্দেশ্যে কয়েকজন মাদকব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরার মেজর মো. শামীম সরকারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ২৫৪ পিস ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম এবং ইকরামুল হককে গ্রেফতার করে।

র‌্যাব-৬ সাতক্ষীরার মেজর মো. শামীম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

One response to “সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২”

  1. মোঃ শহিদুল ইসলাম. র‌্যাব-৬, সাতক্ষীরা says:

    ধন্যবাদ… পাশেই আছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT