সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ১৭৮

“পরিকল্পিত ফল চাষে যোগাবে, পুষ্টি সম্মত খাবার ও শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে বুধবার সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরোয়ার আলম, সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দ বিশ্বাস প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, ভারপ্রাপ্ত কর্মকর্তা বন বিভাগ সাতক্ষীরার মারুফ বিল¬াহ, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।

বক্তরা জলবায়ু স্বপক্ষে সামাজিক ভারসাম্য রক্ষায় প্রতিটি বাড়িতে একটি বনজ, একটি ফলজ ও একটি ঔষধি গাছ লাগানোর আহবান জানানো হয়।
সপ্তাহব্যাপী এ মেলায় ৩২ টি স্টলে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন নার্সারি বনজ ফলজ ও ঔষধি গাছ বিক্রয়ের জন্য রাখা হয়েছে।
এর আগে সকালে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বৃক্ষ মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT